
Oplus_131072
বিশেষ প্রতিবেদন : ডুমনী নূরপাড়া মসজিদ মাদ্ররাসা শিক্ষা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনে মরহুম আলহাজ্ব হাবিব্বুল্লাহ স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭মার্চ) বিকাল ৪:৩০ মিনিট থেকে খিলক্ষেত থানাধীন ডুমনী ইউনিয়নের নূরপাড়া মসজিদ মাদ্ররাসা শিক্ষা কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিলটি হয়। এ সময় এলিড ভেঞ্চার গ্লোবাল লিমিটেড এর চেয়ারম্যান মো: হেদায়েতুল্লাহ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তাইজউদ্দিন,আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান, এলিড ভেঞ্চার গ্লোবাল লিমিটেড এর ভাইস চেয়ারম্যান রহমতুল্লাহ,পরিচালক মো: কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মরহুম আলহাজ্ব হাবিবুল্লাহ সাহেবের সুযোগ্য পুত্র
ডুমনি নুরপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মো. বরকতুল্লাহ বলেন, আজকে যে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে তা আমাদের পারিবারের পক্ষ থেকে প্রতি বছর করে থাকি। আপনারা আমার বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন মাহে রমজানের উছিলায় মাফ করে দেন। আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা করে দেন। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করে মোনাজাত করা হয়।