
নিজস্ব প্রতিনিধি:
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে নেটিজেনরা।
এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তবে বাকিদের আটকের অভিযান চলছে বলে জানিয়েছেন দুমকি থানার ওসি জাকির হোসেন।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি পোস্ট করেছেন। ওই পোস্টে লিখেছেন, ‘পটুয়াখালীতে ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম শহিদ প্রিয় ভাই জসিম উদ্দিনের মেয়ের শ্লীলতাহানি করেছে যারা, তাদেরকে নিন্দা জানানোর ভাষা জানা নেই। যাদের আত্মত্যাগে নতুন এই বাংলাদেশ, তাদের পরিবার জাতির কাছে পবিত্র আমানত। সেই আমানতের গায়ে যারা হাত দেয়, তারা কার্যত জাতির কলিজাতেই হাত দিয়েছে।
জালিমরা যত শক্তিশালীই হোক, খুঁটির জোর যাই হোক না কেন, তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের দাবি জানিয়েছি এবং সকল প্রকার সহযোগিতা দেওয়ার ব্যাপারে পরিবারকে কথা দিয়েছি।
রাব্বুল আলামীন আমাদের এই নির্যাতিত মেয়ে, তার মা, ভাই-বোন ও আপনজনদেরকে সবর করার তাওফিক দান করুন। তাদের কষ্ট দূর করে লম্পটদের ওপর আল্লাহ তায়া’লা তার সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ করে দিন। আমীন।
সূত্র: কালের কন্ঠ