
দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে কুরআনের ও মুসলমানের বাংলাদেশ। মাহে রমজানে কুরআন নাজিল হয়েছে। মাহে রমজানে বদর যুদ্ধে বাতিলের বিরুদ্ধে যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছিল। কুরআনের বিজয় হয়েছিল। সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে এক কাতারবন্ধী হয়ে বাংলাদেশে কুরআনের রাজ কায়েমের আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। সকল ইসলামী শক্তিকে এক হয়ে কুরআনের অনুসারী লোকদের নির্বাচিত করতে হবে। মুসলমানদের ভোট যাবে এক বাক্সে। সেটা হলো ইসলামের বাক্স।
তিনি গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিঘলিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মাহে রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি এর সভাপতিত্বে উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ডাঃ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, খুলনা জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা শাইকুল ইসলাম বিন হাসান, খুলনা জেলা সদর মুজাহিদ কমিটির মোঃ নুরুল ইসলাম সাজু, সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুফতি আজিজুর রহমান সোহেল, খুলনা জেলা খেলাফত আন্দোলন সভাপতি মুফতি ফজলুল হক, বাংলাদেশ খেলাফত মজলিশ দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সালমান ফারসী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দার, মুফতি গোলামুর রহমান, মুফতি আব্দুল্লাহ আল কাফি, শেখ মোঃ মুহিবুল্লাহ, কারি মুখতার হোসেন প্রমুখ।