
খুলনার দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আওতায় প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প হতে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
গতকাল সোমবার(১৭ মার্চ) সকাল ১১ টায় অনুষ্ঠিত এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আরিফুল ইসলাম। দিঘলিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা এ সময় উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে মালামাল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারিবৃন্দ ও সুবিধাভোগী খামারীবৃন্দ।

উল্লেখ্য এ সময় প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প হতে ৬টি ডেইরি পিজি গ্রুপে নির্বাচিত ৬ জন সুবিধাভোগী খামারীদের মাঝে ৬ টি ঘাস কাটার মেশিন বিতরণ করা হয় এবং অত্র দপ্তরের প্রাণিপুষ্টি উন্নয়নে উন্নতজাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় ৪ টি ইউনিয়নে ২ জন করে মোট ৮ জন সুফলভোগী খামারীদের মাঝে সাইলেস তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ, সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্ত সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে সমন্নিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের ৫ জন সুফলভোগীদের মধ্যে ৫০ কেজি করে মোট ২৫০ কেজি মুরগীর খাবার বিতরণ করা হয়।
সৈয়দ জাহিদুজ্জামান
০১৯৩৫৭৮৫৬৮০