
দিঘলিয়া প্রতিনিধিঃ
কেন্দ্রীয় সুরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার বলেছেন, আল্লাহর কুরআন শাশ্বত জীবন বিধান কুরআন যার সংস্পর্শে এসেছে তারই মর্যাদা বেড়েছে। শাশ্বত জীবন বিধান এই কুরআনের আইনই দিতে পারে মানুষের জাগতিক শান্তি ও পরকালীন মুক্তি। তাই আগামী দিনের বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। এ দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে। সর্বত্র কুরআনের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌছে দিতে হবে।
তিনি গতকাল শনিবার (১৫ মার্চ) বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলার পথেরবাজার সুজা গার্লস কলেজ অডিটরিয়ামে সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্যা শফিকুর রহমানের সভাপতিত্বে ও সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সুরা ও কর্মপরিষদ সদস্য তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এ্যাড.আবু ইউসুফ মোল্যা, জেলা সুরা সদস্য ও দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জেলা সুরা সদস্য মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ইসমাইল হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য সাইফুল্লাহ মানসুর, জামায়াতে ইসলামীর দিঘলিয়া সদর ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকাত মোড়ল, গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আব্দুল কাদের, দিঘলিয়া পূর্ব শাখা শিবিরের সভাপতি খালিদ সাইফুল্লাহ, দিঘলিয়া পশ্চিম শাখা শিবিরের সভাপতি হাফেজ তরিকুল ইসলাম প্রমুখ।