
আজ ৪ঠা মার্চ মঙ্গলবার, জানাজায় জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় ২০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিল না ট্যাবের টাকা পেয়েও, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলায় প্রায় ২০০০ পরীক্ষার্থী বসলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০১৬৪ জন। যার মধ্যে ছাত্র রয়েছে ১৩৯১২ জন এবং ছাত্রীর সংখ্যা ১৬২৫২ জন, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭১টি।
জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের ৩২,২৪৮ জন ছাত্রছাত্রী, তারপরও প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসল না।
যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনটন থাকার কারণে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়ে করেছে। জেলায় কুলবেড়িয়া ভিমদেব আদর্শ বিদ্যাপীঠে ৩০৮ জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসছে ২৮৮ জন।
বহি চকবেড়িয়া হাই স্কুলের ৬৩ জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে ৫৯ জন, এছাড়াও রয়েছে অনেক স্কুল।
কুলবেড়িয়া ভিমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, “মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পরও, ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে।” পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, “প্রায় দুই হাজার পরীক্ষার্থী এ বছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি, তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না, আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে। এবং বিষয়টিকে সম্মুখে আনার চেষ্টা করবেন।”
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ