
দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সেনহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঝর্ণার নেতৃত্বে একটি র ্যালী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে স্টার জুট মিলস ২ নং গেট হয়ে পূনরায় ইউনিয়ন চত্বরে এসে শেষ হয়। র ্যালী শেষ করে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে প্যানেল চেয়ারম্যান ঝর্ণার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূর আলম। বক্তব্য রাখেন ইউপি সদস্য পলি আকতার, আলেয়া পারভীন, শেখ আসাদুজ্জামান, মোঃ রিপন মোড়ল, শেখ আশরাফ হোসেন, মোঃ সাইফুল্লাহ, মল্লিক আজিজুল ইসলাম, মো আমির হোসেন, মোঃসাইফুল ইসলাম রিতা, কাজী মোশাররফব হোসেন ইউনিয়ন উদ্যোগতা মোঃ শরিফুল ইসলাম সবুজ, জোহরা খাতুন লতা, সুশীল সমাজের লোকজন ও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশবৃন্দ।