
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণায় জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এবং পিলখানা হত্যাযজ্ঞের বিচারের দাবিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে সচেতন সমাজের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়। এতে জেলার সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজনরা অংশ নেন এবং পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার বিচারের দাবি জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা, গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) সৈয়দ আবুবকর ছিদ্দিক পিএসসি। তিনি নেত্রকোণা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, জি-৯ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট, আটপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাউল রশিদ উদ্দিন একাডেমির চেয়ারম্যান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী এবং তরুণ কবি তানভির জাহান চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) সৈয়দ আবুবকর ছিদ্দিক পিএসসি বলেন, “পিলখানা হত্যাকাণ্ড একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। ৫৭ জন সেনা কর্মকর্তা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশকে মেধাশূন্য করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।” তিনি আরও দাবি করেন, “সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে পরিবারগুলোকে আর্থিক সংকটে ফেলা হয়েছে এবং তাদের সন্তানদের এতিম করে দেওয়া হয়েছে।”
পরিশেষে, সেমিনারে উপস্থিত ব্যক্তিরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।