
নিজস্ব প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদনের শুনানি আজকের মতো মুলতবি করা হয়েছে। মঙ্গলবার আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে, বাকি শুনানি আগামীকাল বুধবার হবে।
আজ সকালে রিভিউ আবেদনের আংশিক শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালত জানিয়েছেন, আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় এই শুনানি টপ লিস্টে থাকবে।
জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন।
এর আগে, রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এটিএম আজহারের রিভিউ আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। ওইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি উত্থাপন করেন।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগ রিভিউ আবেদন শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন। আমরা আশা করি রিভিউ আবেদন মঞ্জুর হবে এবং এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর ট্রাইব্যুনালের দেয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য ছিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. নূরুজ্জামান।
রায়ে ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল থাকে, ৫ নম্বর অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড থেকে খালাস পান এবং ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়।
২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩টি যুক্তি দিয়ে এটিএম আজহারুল ইসলামের পক্ষে আপিল করা হয়। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। তিনি এখন কারাগারে রয়েছেন।