
রূপগঞ্জ প্রতিনিধি:
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি এক সমাবেশ করেছে। গতকাল ২২ ফেব্রুয়ারি, শনিবার পূর্বাচলের রাজউক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন বাচ্চু, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভূঁইয়া, রাসেল ভূঁইয়া, মোমেন মিয়া, সারফারাজ, কবির হোসেন, বাবু মিয়া, শিপন মিয়া এবং রূপগঞ্জ উপজেলা মহিলা দলের নেত্রী সানজিদা সেলিনা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের শাহাদাত অর্থবহ হবে।” তাঁরা আরও বলেন, “সাম্প্রদায়িক উস্কানি প্রতিহত করতে হবে এবং উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং এই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে এই ৩১ দফার বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।