
এস এম আলতাফ হোসাইন সুমন: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ফেব্রুয়ারী (সোমবার) সকালে উপজেলার সুচনা হল চত্তরে হাতীবান্ধা কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী বাংলাদেশ হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমীর প্রভাষক হাছেন আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ও হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় হাতীবান্ধা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।