
খেলার ডেস্ক:
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেঞ্চুরির পথে ৭টি ছক্কা মেরে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এখন দ্বিতীয় অবস্থানে আছেন রোহিত।
গেইলের সঙ্গে সমান ছক্কা থাকা অবস্থায়, ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ইংল্যান্ডের আটকিনসনকে ছক্কা মেরে রোহিত পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গেইলকে। গেইল ২৩১টি ছক্কা মেরেছিলেন ২৯৪ ইনিংসে, যেখানে ১২ হাজারের বেশি বল খেলা হয়েছিল। কিন্তু রোহিত ২৫৮ ইনিংসে ১১ হাজার ৮৫২ বল খেলেই তার ছক্কা সংখ্যা ৩৩৮-এ নিয়ে গেছেন।
এখন রোহিতের সামনে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, যিনি ৩৫১টি ছক্কা মেরেছিলেন। পাকিস্তানের সাবেক এই ব্যাটার থেকে বর্তমানে মাত্র ১৩টি ছক্কা দূরে আছেন ভারতের অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কেবল এই তিনজনই ৩০০ এর বেশি ছক্কা হাঁকিয়েছেন।
ছক্কা রেকর্ডে তালিকার চারে অবস্থান করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া, যিনি ২৭০টি ছক্কা মেরেছেন। পাঁচে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, যিনি ২২৯টি ছক্কা হাঁকিয়েছেন।