
রোমান হোসেন: ঢাকার সাভারের আশুলিয়ায় ‘ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক কিশোরসহ দুজন আহত হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন জামগড়া-বাগবাড়ি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিক।
গুলিবিদ্ধ কাপ্তান (১৬) হবিগঞ্জ জেলার মো. ডালিমের ছেলে। তিনি জামগড়া চৌরাস্তা এলাকার আলমগীর চৌধুরীর ভাড়া বাড়িতে থেকে একটি দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন।
মাথায় ইটের আঘাতে আহত পথচারী শেখ আবু জাফর (৫০) নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লোহাগড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে।
আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে পিঠে গুলিবিদ্ধ কাপ্তান এবং মাথায় ইটের আঘাতে আহত জাফরকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে জাফরকে ছেড়ে দেওয়া হয় এবং গুলিবিদ্ধ কাপ্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট কাপড় ট্রাকে করে বের করে নিচ্ছিল মো. বকুল ভূইয়ার লোকজন। তখন তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শরীফ চৌধুরীর কর্মী-সমর্থকরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে কিশোর কাপ্তান গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।
সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে পিস্তল ও গুলি ছোড়ার দৃশ্য দেখা গেছে। বকুল ভূইয়া ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আর শরীফ চৌধুরী আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি বলে নিজেদের দাবি করেন।
অভিযোগের বিষয়ে বকুল ভূইয়া বলেন, “চুক্তির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ প্রীতি গ্রুপের সঙ্গে ঝুট ব্যবসা করছি। দুপুরে ঝুট ভর্তি ট্রাক নিয়ে গুদামে যাওয়ার পথে জামগড়া এলাকায় শরীফের নেতৃত্বে সন্ত্রাসী বাপ্পীসহ ২০-৩০ জনের সশস্ত্র বাহিনী মালামাল ভর্তি ট্রাক ছিনিয়ে নেওয়ার জন্য অতর্কিতে হামলা চালায়। এ সময় ‘বাপ্পীর হাতে থাকা অস্ত্রের গুলিতে’ তার কর্মচারী গুলিবিদ্ধ হন বলেও অভিযোগ করেন বকুল।
অভিযোগের বিষয়ে জানতে শরীফ চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ওসি নূর আলম সিদ্দিক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।