
Oplus_131072
রনি আহম্মেদ : ঈদের আনন্দ বয়ে যাক সবার ঘরে ঘরে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাহআলম বেপারীর নিজেস্ব বাসভবনে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ এপ্রিল) মধ্যে ভোজের আয়োজনের মাধ্যমে উপজেলার সদর ইউনিয়ন পূর্বাচল ১১ নং সেক্টরে সকল উপজেলার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

এসময় আগত নেতা-কর্মীরা বলেন,আমরা বিগত সতের বছর ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান করতে পারিনি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা আমলে। এখন মুক্ত আকাশে আমরা সবাই একত্রিত হয়েছি।দলের পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, জুলুম, লুটপাট করবেন না। আপনারা জানেন এর ফল আওয়ামী লীগ পেয়েছে। মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবো, এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, কৃষক দলের আহ্বায়ক ডাঃ মো: শাহিন মিয়া, সদস্য সচিব মো : আলম মিয়া,যুগ্ম আহ্বায়ক শাহ আলম বেপারী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমূখ।