
নিজস্ব প্রতিনিধি :
পায়রা সাংস্কৃতিক সংসদ, রংপুর মহানগর এর উদ্যোগে ২৬ মার্চ ২০২৫ বুধবার, অনির্বাণ কমিউনিটি সেন্টার ( সাগাইবাড়ি), গণেশপুর, টার্মিনাল রোড, রংপুরে বিকেল ৪টা ৩০ মিনিটে ‘স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল’ এর আয়োজন করা হয়।
শিল্পী আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব প্রফেসর ড. এ এইচ এম আবুয়াল ইসলাম, সাবেক ডিন, স্কুল অব হিউম্যান সায়েন্স, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ ও সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পায়রা সাংস্কৃতিক সংসদ, রংপুর এর পৃষ্টপোষক জনাব এ্যাডভোকেট মোঃ কাওছার আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক অধ্যাপক জিল্লুর রহমান মুন্সী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ এর রংপুর অঞ্চল পরিচালক জনাব মোঃ আবুল হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রা সাংস্কৃতিক সংসদ, রংপুর এর সভাপতি জনাব ডাঃ মোহাম্মদ হোসেন
অনুষ্ঠানে রমজানের ও দেশের গান পরিবেশন করেন পায়রা সাংস্কৃতিক সংসদ, রংপুর এর শিল্পীবৃন্দ।