
রনি আহম্মেদ : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের নবগঠিত নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক শাহআলমকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করে নিয়েছে নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পূর্বাচল ১১ নং সেক্টরে নিজস্ব বাসভবনে উপজেলার কয়েকটি ইউনিটের নেতাকর্মী ও বিএনপি সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল নিয়ে ছুটে আসেন তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে।
এসময় শাহআলম বেপারী ও আগত নেতা-কর্মীদের অব্যর্থনা জানিয়ে ভালোবাসা ভাগাভাগি করে নেন। জানা যায়, গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে কৃষকদল কেন্দ্রিয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এতে ডাঃ মোঃ শাহিন মিয়াকে আহ্বায়ক ও মোঃ আমল মিয়াকে সদস্য সচিব এবং শাহআলম বেপারীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
এ সময় শাহআলম বেপারী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, জুলুম, লুটপাট করবেন না। এর ফল আওয়ামী লীগ পেয়েছে, আপনারা পরিণতি দেখেছেন। আমরা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবো, আমাদের দলের মুল নিতি অনুসারে নারায়ণগঞ্জের অবহেলিত কৃষকদের অধিকার আদায়ে কাজ করবো তাহলে মানুষ আমাদের ভালোবাসবে।
এসময় রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতা-কর্মীরা তাদের প্রিয় নেতাকে যোগ্যস্থানে পেয়ে আনন্দে মেতে ওঠেন।