
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিচল আস্থা রেখে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘যারা বিদেশি প্রভুদের দাসত্বে লিপ্ত, তারাই জামায়াতে ইসলামী সম্পর্কে দেশপ্রেমের প্রশ্ন তোলে।’
আজ বুধবার, স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। গোলাম পরওয়ার আরও বলেন, ‘জামায়াতে ইসলামী সব সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করেছে। আমাদের সংবিধানে তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং ঐতিহাসিক স্বীকৃতি দেয়া হয়েছে।’
তিনি জামায়াতে ইসলামীকে দেশের অগ্রগতির পথপ্রদর্শক হিসেবে তুলে ধরে বলেন, ‘আমাদের ইসলামী আন্দোলন এখন অপ্রতিরোধ্য। তবে কিছু মহল চেষ্টা করে আমাদের বিপক্ষে ঐতিহাসিক ঘটনাগুলোকে দাঁড় করাতে, বিশেষ করে আওয়ামী লীগ। তাদের ঐতিহাসিক মিথ্যাচার আর বিভ্রান্তি সত্ত্বেও আমরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকলের সাথে একসাথে ছিলাম। জনগণ আমাদের শত্রু নয়, তাদের কথায় বিভ্রান্ত হবে না।’
মুক্তিযুদ্ধের ইতিহাসের কিছু অমীমাংসিত প্রশ্ন তুলে তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনারা হামলা চালাল, কিন্তু শেখ মুজিবকে গ্রেপ্তার বা আত্মসমর্পণ করা হয়েছিল কি, সে বিষয়ে এখনো বিতর্ক রয়েছে। ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরেও কেন পাকিস্তানি বাহিনীর সাথে আলোচনায় বসা হয়েছিল? এই প্রশ্নের উত্তর এখনো জাতির কাছে অপ্রকাশিত।’
এছাড়াও আগামী জাতীয় নির্বাচন নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার না হলে, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশে একমাত্র নির্বাচন তখনই সুষ্ঠু হতে পারে যখন অবাধ পরিবেশ নিশ্চিত করা হবে, অন্যথায় আগের মতো বিতর্কিত নির্বাচন হবে।’