
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান শেষ হতে চলেছে, আর দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ বা আগামী ১ এপ্রিল ভারতজুড়ে ঈদ উদ্যাপন হবে। তবে ঈদ সামনে রেখে কলকাতার ঈদবাজারে এবার অতীতের মতো সেই রমরমা দেখা যাচ্ছে না। মূল কারণ, বাংলাদেশি ক্রেতাদের অনুপস্থিতি।
বাংলাদেশি ক্রেতাদের কাছে কলকাতার কিছু বাজার ছিল অত্যন্ত জনপ্রিয়, কিন্তু এবার বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং ভিসা সমস্যার কারণে সেসব বাজার এখন অনেকটাই ক্রেতাশূন্য। চিকিৎসার জন্য কলকাতায় আসা কয়েকজন বাংলাদেশি পর্যটকও জানিয়েছেন, তারা এবার ঈদের বাজারে আগ্রহ হারিয়ে ফেলেছেন।
এ বিষয়ে কলকাতায় আসা ব্যবসায়ী মাসুম রেজা বলেন, তিনি ক্যানসারের চিকিৎসার জন্য এসেছেন, ঈদের কেনাকাটার জন্য নয়। তবে, সময় পেলেই মার্কুইস স্ট্রিটের আশপাশে কিছু বাজার ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, আগে যেখানে হোটেল খালি পাওয়া যেত না, সেখানে এখন সব হোটেলে রুম পাওয়া যাচ্ছে এবং দালালের উৎপাতও নেই।
এবার কলকাতার নিউমার্কেটের ফুটপাতে আগের মতো ক্রেতাদের ভিড় নেই। একই চিত্র দেখা যাচ্ছে, কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার যেমন সদর স্ট্রিট, কলিন স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, বড়বাজার, জাকারিয়া স্ট্রিট, ধর্মতলা ও টিপু সুলতান মসজিদসংলগ্ন বাজারে। বিশেষত, বাংলাদেশি পর্যটকদের অভাবে হোটেল, রেস্তোরাঁ এবং দোকানপাটে ভিড় নেই, ব্যবসায়ী ও হোটেল মালিকরা হতাশ।
এছাড়া, কলকাতার ইফতারি বাজারও আগের মতো জমে ওঠেনি। বাংলাদেশের পর্যটকরা আগেও কলকাতার ইফতারির বাজারকে সরগরম রাখতেন, কিন্তু এবার সেই বাজারও সুনসান।
শৈলেন হালদার, মেঘনা হেলথ কেয়ার-এর কর্ণধার, জানান, “এবার হোটেল ব্যবসা প্রায় শূন্য, বাংলাদেশি পর্যটক নেই এবং রোগীর সংখ্যাও কম।”
এ বছর, কলকাতার ঈদবাজারে ক্রেতাশূন্যতার কারণে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে।