
আবু রায়হান:
গাজীপুরে রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে কবি মতিউর রহমান মল্লিক, কবি আসাদ বিন হাফিজ এবং এস এম সানাউল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল গাজীপুর চৌরাস্তা সংলগ্ন তানযিমুল উম্মাহ হিফজ মাদরাসায় এই ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।
রঙ্গনের সভাপতি মনির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি আবু সাঈদত মো. ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরী দায়িত্বশীল ইরফানুল হক প্রমুখ।
ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের কাজের গতি আরও বাড়াতে হবে। ইসলামী সস্কৃতি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। এর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ইসলামী সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে সাংস্কৃৃতিক বিপ্লব ছাড়া কোন বিপ্লবই সফল হয়না।