
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীণ লাইফের উদ্যোগে সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গ্রীণ লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রওশন আজাদের সভাপতিত্বে ও মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক ইলিয়াস হোসাইন, বিশিষ্ট সমাজ সেবক মোল্যা মাকসুদুল ইসলাম, সেনহাটি ইউপি সদস্য আসাদুজ্জামান, সাবেক সদস্য মোহাম্মদ আলী মিন্টু, আব্দুল হাই সোহেল, সেনহাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ডাঃ সৈয়দ আবুল কাসেম, সৈয়দ জাহিদুজ্জামান, এস এম মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, খুলনা জেলা স্কাউটস এর যুগ্ন সম্পাদক মোল্যা হুমাউন কবীর বাবুল, আতিকুল হক শিমুল, অবসর প্রাপ্ত নৌবাহিনী সদস্য শাহজামাল, সাজ্জাদ হোসেন, আরমান হুসাইন, অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য মোঃ সেলিম আরিফুল ইসলাম হাসান প্রমুখ।