
আবু রায়হান:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ, সোমবার বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টি কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মেহেন্দিগঞ্জের মাটির সন্তান রাজিব আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, উপজেলা জামায়াতের আমির মাওঃ শহীদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার গাজী জাহাঙ্গীর হোসেন, মেহেন্দিগঞ্জ ঈমাম সমিতির পক্ষে সাবরেজিস্টার জামে মসজিদের খতিব মাওঃ মানছুর আলম, কলেজ শিক্ষকদের পক্ষে প্রভাষক মোঃ হালিম, ব্যবসায়ীদের পক্ষে পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউদ্দিন সেলিম, সাংবাদিকদের পক্ষে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, হাজী কল্যান ফাউন্ডেশনের পক্ষে অধ্যাপক মারুফুল করিম সজল, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে সভাপতি মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষকদের পক্ষে মাকসুদুর রহমান মাসুদ, মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষে সভাপতি সাহাদত হোসেন শামীম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির পক্ষে সভাপতি নুরনবী মোঃ ফরিদ, এবং স্বাস্থ্য সহকারিদের পক্ষে জেলা স্বাস্থ্য সহকারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম। মাহফিল শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরপর, শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি রাজিব আহসান।