
oppo_0
শাহিন বিশ্বাস:
পাটকেলঘাটা থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে সোমবার (২৪ মার্চ) বিকেলে পাটকেলঘাটা হাই স্কুল ভবনের দ্বিতীয় তলায় হলরুমে পরলোকগমনকারী ডাক্তারদের রুহের মাগফেরাত কামনায় ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা গ্রাম ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, তারা যেন ‘ছাইন বোর্ডে ডাক্তার’ শব্দের পরিবর্তে শুধুমাত্র ‘গ্রাম ডাক্তার’ ব্যবহার করেন। কারণ যে কোনো মুহূর্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হতে পারে। সাতক্ষীরা সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সিইও শাহ আলম এ বিষয়ে সতর্কতা প্রদান করেন।
থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি হাদিউজ্জামানের সভাপতিত্বে এবং শিক্ষক ওলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আলহাজ্ব আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. মাহবুবুর রহমান। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আল মামুন, মো. সিরাজুল কবির, গ্রাম ডাক্তার মাতব্বর আলীসহ আরও অনেকে। ইফতার মাহফিলে দোয়া হয়, এবং পরলোকগমনকারী ডাক্তারদের রুহের মাগফেরাত কামনা করা হয়।