
সৈয়দ জাহিদুজ্জামান:
দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির ও মাসিক সমন্ময় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, সেনহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঝর্ণা বেগম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিঘলিয়া স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা সামসুন নাহার, দিঘলিয়া সরকারি এম এ মজিদ ডিগ্ৰী কলেজের প্রভাষক মোঃ নাছির হোসেন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা রেজাউল ইসলাম, খানজাহান আলী থানার প্রতিনিধি মিকাইল হোসেন, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান শেষে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি। পাশাপাশি ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন। এছাড়া ঈদকে সামনে রেখে উপজেলা খেয়াঘাট ও নগর ঘাট ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলন করতে না পারে সে জন্য নজরদারি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
পরে একই স্থানে বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ২৫ মার্চ কালরাতে গণহত্যা দিবস পালনের প্রস্তুতি সভা ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয় । ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।