
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারও কিছু রাজনৈতিক নেতার ওপর ভর করছে, যার কারণে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হতে চলেছে, তখনই আবারও আধিপত্যবাদের বিস্তার এবং ইসলামী শক্তিকে আলাদা করার ষড়যন্ত্র শুরু হয়েছে।”
গত রবিবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি জামায়াতের নেতাদের উদ্দেশ্যে বলেন, “আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদের শিখিয়ে গেছেন যে, জীবন দিয়ে হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তবে কোরআনের আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে আল কোরআনের বিধান কায়েমের জন্য রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”