
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে গাজা উপত্যকার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ১৮ মার্চ দখলদার ইসরায়েল সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে, এবং তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম।
টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার খবরে জানানো হয়েছে, গত রবিবার (২৩ মার্চ) ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে হামলা চালালে অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হন, তাদের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও রয়েছেন। চলমান এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় উপত্যকাটির মৃতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে।
গতকাল রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলায় ইসমাইল বারহুমসহ আরও একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, জানিয়ে তারা বলেছে যে, ইসমাইল সেখানে চিকিৎসা নিচ্ছিলেন এবং সেখানেই তাকে হত্যা করা হয়।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ রবিবার সন্ধ্যায় জানান, “দক্ষিণ গাজার খান ইউনিসে আমাদের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।” তিনি আরও বলেন, ইসমাইল বারহুম গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি কয়েক দিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন।