
নিজস্ব প্রতিনিধি:
“পরিশীলিত সংস্কৃতির আলোক ছোয়ায় মুছে যাক অমানিশা”। গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদ টংগী পূর্ব শাখার আয়োজনে গত ২২ মার্চ শনিবার বিকাল ৫টায় টংগীর ধুমকেতু পাব্লিক স্কুল প্রাঙ্গণে এক ইফতার চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গনের মহানগরী সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গনের মহানগরী অর্থ সম্পাদক মোজাহারুল ইসলাম।
রঙ্গন সাহিত্য সাংস্কৃতিক সংসদ টংগী পূর্বের সভাপতি আদনান জায়েদের সঞ্চালনায় এবং অফিস ও প্রশিক্ষন সম্পাদক মোছাদ্দেক বিল্লাহের সহযোগীতায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রঙ্গনের টংগী পশ্চিম শাখার পরিচালক বিশিষ্ঠ লেখক ও কলামিষ্ট মোঃ আব্দুল মতিন তালুকদার ও এডভোকেট পাভেল সরকার। উক্ত অনুষ্ঠানে রঙ্গনের অর্ধ শতাধিক কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি মুহাম্মদ মনির হোসেন খান তার বক্তব্যে বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। আমাদের শেকড়ের সঙ্গে জড়িত থেকে আমরা যদি পরিশীলিত সংস্কৃতি চর্চা করি, তবে পৃথিবী থেকে অন্ধকার ও অমানিশা মুছে যাবে। েআর সেই পরিশীলিত সংস্কৃতি চর্চাটািই হলো আল-কোরানের সংস্কৃতি চর্চা।