
নিজস্ব প্রতিনিধি:
ফিলিস্তিনের বেসামরিক নারী, শিশু, কিশোর-কিশোরী হত্যার অভিযোগে জাতিসংঘের কাছে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, ‘‘পৃথিবীর সকল ধর্ম এবং দেশের নাগরিকদের সমান দৃষ্টিতে দেখতে হবে। সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত হলে জাতিসংঘ অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করে। অথচ বিশ্ব নেতারা মুসলিম সম্প্রদায়ের ওপর নিজেদের দোষ চাপিয়ে দিচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘ইসরাইল কর্তৃক মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আকসা দখল এবং ফিলিস্তিনি নাগরিকদের নিজ দেশ থেকে উচ্ছেদ করে সন্ত্রাসী নেতানিয়াহু পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ করেছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনে বর্বর হামলা চালিয়ে বেসামরিক নারী, পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীদের হত্যা করেছে। এই গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ ব্যবস্থা গ্রহণ না করলে মুসলিম সম্প্রদায় মনে করবে, জাতিসংঘের সমর্থনেই মুসলিমদের হত্যা করা হয়েছে।’’ তিনি অবিলম্বে নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে বিচার করার দাবি জানান এবং স্বাধীন ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধ করতে বলেন।
এ সময় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের পক্ষ থেকে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে, জাতিসংঘের সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়।
সাঈদা রুম্মান আরও বলেন, ‘‘জাতিসংঘের মহাসচিব গত সাপ্তাহে বাংলাদেশে এসে বিভিন্ন সম্প্রদায়ের লোকজনের সাথে আলোচনা করেছেন এবং তিনি জানতে পেরেছেন যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অথচ সেখানে মুসলিমদের পাশবিকভাবে হত্যা করা হচ্ছে এবং তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয়া হচ্ছে না।’’
তিনি জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘বাংলাদেশসহ সব মুসলিম দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন এবং বিশ্বব্যাপী ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিন।’’ তিনি গাজায় জরুরি খাদ্য এবং স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে এবং গাজার পানি, বিদ্যুৎ, ইন্টারনেট পুনরায় সংযোগ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য তানহা আজমীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরীফা বলেন, ‘‘ইসরাইলের বর্বর হামলা পৃথিবীর ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব নেতাদের নীরবতা মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।’’ তিনি জাতিসংঘের কাছে দাবি জানান, ‘‘ইসরাইলের এই বর্বর হামলা বন্ধ করতে হবে এবং গণহত্যার দায়ে ইসরাইলি বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।’’
এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি জান্নাতুল কারীম সুইটি বলেন, ‘‘ইসরাইলের মতো সন্ত্রাসী গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে এক অসভ্য সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশের সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জাতিসংঘের কাছে দাবি জানাতে হবে।’’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, এবং এক সাপ্তাহের মধ্যে বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে।’’
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগরী দক্ষিণের সদস্যরা।