
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার বিএনপি পন্থি হোমিওপ্যাথিক চিকিৎসকদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯শে মার্চ বুধবার সলঙ্গা আমশড়া জোরপুকুর বাজার জামে মসজিদে বিএনপি পন্থি হোমিওপ্যাথিক চিকিৎসকেরা এই আয়োজন করে। হোমিওপ্যাথিক চিকিৎসক সিরাজগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ রাজু আহমেদ রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক খন্দকার আকাশ আহমেদ, জেলা শাখার তরুণ দলের সভাপতি সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক তাইবুল হাসান। ডাক্তার আমিনুল ইসলামের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার বিএনপি পন্থি হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতিনিধি ডাক্তার বেলাল, মেহেদী হাসান, আল-মামুন, তারিকুল ইসলাম খাঁ প্রমখ। ৩নং ধূবিল, ৭নং মাধাইনগর,ও ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ এ দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনায় ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদ জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনাসহ জুলাই অভ্যুথানে আহত ও শহিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান। শেষে প্রধান অতিথির হাত দিয়ে বিভিন্ন গাছের চারা বিতারণ করেন ডাক্তার রাজু আহমেদ রুবেল। ফরুক আহমেদ সিরাজগঞ্জ থেকে