
সৈয়দ জাহিদুজ্জামান :
দিঘলিয়ায় উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা(অসকস) দিঘলিয়া শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার (অবঃ) শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অসকস এর সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলী শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এবং সভার সভাপতি শেখ জাহিদুল ইসলামসহ আরো অনেকে। ইফতার পূর্ব মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, এই ধরনের উদ্যোগ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করতে এবং সমাজের কল্যাণে কাজ করার লক্ষ্যে নেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।