
নিজস্ব প্রতিনিধি:
দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটি ‘পরিকল্পনা’ চলছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর উদ্দেশ্যে তাকে ‘আসন ভাগের’ প্রস্তাব দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার এই পরিকল্পনাটি ভারতের পক্ষ থেকেও সমর্থিত। তিনি আরও জানান, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে।
হাসনাত দাবি করেন, আসন ভাগের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব অন্য রাজনৈতিক দলগুলোকেও দেওয়া হয়েছে এবং কিছু দল শর্তসাপেক্ষে এই প্রস্তাবে রাজি হয়েছে। তবে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য পরিকল্পনায় বলা হয়, “রিফাইন্ড আওয়ামী লীগ”-এর মাধ্যমে শেখ পরিবারের অপরাধ স্বীকার করানো হবে, হাসিনাকে অস্বীকার করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়া হবে। তবে হাসনাত জানান, তাদের পক্ষ থেকে এই প্রস্তাবকে অবিলম্বে অস্বীকার করা হয়েছে এবং তারা আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। তিনি আরও বলেন, “আমরা একযোগভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, কারণ যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারে, তাহলে ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতি ব্যর্থ হবে। আমাদের শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।