
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া গ্রামের বিশ্বাসপাড়ায় ও সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল মধ্যপাড়া এলাকায় পৃথক দুই অভিযানে নগদ টাকা নেশাদ্রব্য গাঁজাসহ দুই জন গ্রেফতার হয়েছে।
দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত সোয়া ৯ টার দিকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের দিক নির্দেশনায় দিঘলিয়া থানা পুলিশের একটা চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া গ্রামের বিশ্বাসপাড়ায় অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪৫০ টাকা ও ২০ গ্রাম গাঁজাসহ তুরাপ শেখের পুত্র আল আমিন (৩৮) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দিঘলিয়া থানার মামলা নং ৯ তারিখ ২০/০৩/২০২৫ ইং।
এদিকে গতকাল সকাল সোয়া ৮ টার দিকে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত শেখ লুৎফর রহমানের পুত্র মোসলেম বয়াতীর ভাড়াটিয়া মোঃ কামরুল ইসলাম (৪৩) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা হয়েছে। দিঘলিয়া থানার মামলা নং ১০ তারিখ ২০/০৩/২৫ ধারা ২০১৮ সালের ৩৬(১) সারণির ১১(ক)।