
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টি নেতা ডাঃ সৈয়দ আবুল কাসেমের নিজস্ব বাসভবন চত্বরে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় ডাঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ সৈয়দ আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি মল্লিক মুস্তাফিজুর রহমান লাভলু। বক্তব্য রাখেন জাপা নেতা মোঃ রেজাউল, আবু কায়ছেদ, মোঃ আসলাম, বেনজীর আহমেদ মুকুল, গাজী নজরুল ইসলাম, মোঃ ওয়ালিউল্লাহ, ডাঃ মুজিবর রহমান, আঃ সালাম। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।