
দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলার পথের বাজারে স্থানীয় পানিগাতী গ্রামে ঈদগাহ কমিটি গঠন নিয়ে বিরোধ অতর্কিত হামলা মারামারি ও পানিগাতীর লোকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামবাসীর পক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোল্যা ওয়াহিদুজ্জামান, সাগর চৌধুরী, রায়হান উদ্দীন,দিঘলিয়া ইউপি সদস্য আজিজুর রহমান, শরিফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, তাসলিম হাসান টুটুল, আহসানুল হক হিরো।এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী পিয়ারী বেগম, হালিমা বেগম,বিএনপি সদস্য কুসুম বেগম,হাফিজ মোল্যা,রফিক মোল্যা,ইমলাক শেখ প্রমুখ।
বক্তারা বলেন পানিগাতী গ্রামের শান্তিপ্রিয় মানুষ যেসময় ঈদগাহ কমিটি গঠনকল্পে সমবেত হয়েছে ঠিক সেসময়ই একজন নেতার নেতৃত্বে সমবেত মানুষের উপর হামলা ও তাদের আহত করার এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অন্য গ্রাম থেকে এসে শান্তিপ্রিয় মানুষের উপর হামলার ন্যায় বিচার দাবি করেন।
এ ব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে বলেন মামলা হয়েছে এবং এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।