
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়ায় ইসলামী ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউণ্ডেশন দিঘলিয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার হাফেজ মাওলানা মহাসিনের সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার কে এম হাফিজুর রহমান নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা এর প্রতিনিধি মোঃ নবীর হোসেন, ফিল্ড সুপার ভাইজার আঃ গফ্ফার। প্রধান অতিথি এ সময় বলেন সমাজের বিত্তবানগণ যদি সঠিকভাবে যাকাত প্রদানে উদ্বুদ্ধ হন তবে সমাজে আর কেউ অসচ্ছল থাকবেনা। তিনি সমাজের বিত্তবানদের সরকারি ফান্ডে যাকাত প্রদানে এগিয়ে আসার আহবান জানান।