
খেলার ডেস্ক:
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নতুন করে চোটের কারণে আরো একটি বড় ধাক্কা খেল। লিওনেল মেসি ও পাওলো দিবালার পর, এবার চোটের কারণে আর্জেন্টিনা দলের আরও এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাউতারো মার্তিনেজও ছিটকে গেছেন।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নিশ্চিত করেছে যে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ইন্টার মিলান স্ট্রাইকার মার্তিনেজ। এর ফলে, ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না।
মার্তিনেজ, যিনি আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন, তার চোটের কারণে এবার দল থেকে সরে দাঁড়াতে হলো। তবে, মার্তিনেজের জায়গায় স্কালোনি তাকে বদলে অ্যাতলেতিকোর ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে অথবা নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ, থিয়াগো আলমাদোদের মতো ভালো বিকল্প খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করতে পারেন।
এই চোটের কারণে আর্জেন্টিনা দলের মধ্যে মেসিও বাদ পড়েছেন। বাঁ ঊরুতে ব্যথার কারণে বিশ্বকাপ বাছাইয়ের উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি মেসির জন্যও খেলা সম্ভব হচ্ছে না। একইভাবে, বাঁ পায়ে মাংসপেশির চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এএস রোমা তারকা পাওলো দিবালা।
এছাড়াও, গঞ্জালো মন্তিয়েল এবং জোভান্নি লো সেলসোদেরও চোটের কারণে এ দুটি ম্যাচে খেলার সম্ভাবনা নেই।
এদিকে, ২২ মার্চ বাংলাদেশ সময় ভোরে মন্টেভিডিওতে আর্জেন্টিনা স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে। এরপর ২৬ মার্চ, বুয়েনস আইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হবে।