
আন্তর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকায় সোমবার থেকে ইসরায়েলি বাহিনী ব্যাপক আক্রমণ শুরু করেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। খবর রয়টার্স ও আল জাজিরার।
ফক্স নিউজের ‘হ্যানিটি’ শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন লিভিট বলেন, “আজ (সোমবার) রাতে গাজায় হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।”
ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে ফের গাজার ওপর বিমান হামলা শুরু করেছে, যা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। এই হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২০০ জন ছাড়িয়েছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছিলেন, হামাস, হুথি, ইরান—যারা কেবল ইসরায়েলকেই নয়, বরং যুক্তরাষ্ট্রকেও আতঙ্কিত করতে চায়, তাদের মূল্য দিতে হবে এবং তাদের ওপর সমগ্র নরক ভেঙে পড়বে।”
তিনি আরও বলেন, “হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান-সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত ট্রাম্পকে গুরুত্ব সহকারে নেওয়া, কারণ তিনি কখনও ভীত হন না এবং আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে ভয় পান না।”
অন্যদিকে, আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের বিমান হামলা শুরু করেছে। চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি স্থাপন হওয়ার পর থেকে এটি গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।