
রনি আহম্মেদ: মানুষের প্রত্যাশা পুরনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি যুবদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ রূপগঞ্জ গড়ার লক্ষে উপস্থিত নেতাকর্মীদের একসাথে কাজ করারও আহ্বান জানান।
গত শনিবার (১৫ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পূর্বাচল উপশহর সংলগ্ন ১৭নং ইউসুফগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মনিরুজ্জামান বলেন, দেশকে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই, সংস্কারের নামে আর নির্বাচন বিলম্ব করা যাবে না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং আগামীর রাষ্ট্র গঠনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।
এ সময়, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করা হয়।