
দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার আজ ১৭ মার্চ সোমবার জাপানি প্রতিনিধিদল পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলমসহ ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন।
জাপানি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার তামিকো ইশিয়ামা ও হেলথ এক্সপার্ট ইউকা ইয়ামাতো। এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিডি প্রকল্পের প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ জিয়াউর রহমান, উপজেলা সুপারভাইজার মোঃ শাহীনুর রহমান ও হেলথ প্রোমোটার রাবেয়া বসরী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল ভূয়সী প্রশংসা করেন।
এরপর প্রতিনিধিদল পানিগাতি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। সেখানে মূল কমিটি ও সাপোর্ট গ্রুপ কমিটির সঙ্গে তারা কথা বলেন। কমিটির লোকজন কিভাবে এনসিডি রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারে পাঠান, রোগীকে উন্নত সেবা প্রদানের বিষয়সহ আরো নানাবিধ বিষয় নিয়ে তাদের সাথে কথা বলেন প্রতিনিধি দল। এরপর বারাকপুর রিসিপাড়ায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে কথা বলেন। সর্বশেষ লাখোহাটি কমিউনিটি ক্লিনিকে এবং লাখোহাটি ব্যায়াম গ্রুপ পরিদর্শন করেন। সকল কার্যক্রম সন্তোষজনক বলে জানান জাপানি দল।