
বিশেষ প্রতিনিধি:
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ জন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকটির সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই।
এর আগে, রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এই অবস্থায়, প্রধান উপদেষ্টা সোমবার সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।”
তিনি আরও জানান, এই বৈঠকে পুলিশ সুপার এবং তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণ করার কথা। এতে উপস্থিত থাকবেন বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ কর্মকর্তা। পুলিশের আইজিপি এই বৈঠকে স্বাগত বক্তব্য রাখবেন।
বৈঠকে পুলিশ কর্তৃপক্ষ ৫ আগস্টের পর নেওয়া বিভিন্ন উদ্যোগের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন। এছাড়া পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ পুনরুদ্ধারের জন্য নেওয়া পদক্ষেপগুলোও তুলে ধরা হবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয় যে, এবারের পুলিশ সপ্তাহ ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং পুলিশের দিকনির্দেশনা প্রদান করবেন। এর আগে সোমবারের সভায় পুলিশকে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে।
You cannot copy content of this page