
রনি আহম্মেদ: রুপগঞ্জে মেরিন সিটি (বালুর মাঠ) প্রকল্পের ভিতর একটি বাউন্ডারিকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে । গতকাল সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়ন এর টেকদাশেরদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। প্রতক্ষদর্শী রুবেল মিয়া বলেন, আমরা সকালে মেরিন সিটি প্রোজেক্টের একটি বাউন্ডারির কাজ করতে যাই এমন সময় টেকদাশেরদিয়া গ্রামের মোগল দেওয়ান এর ছেলে ইয়াসিন মিয়া এবং হাটাবো গ্রামের গোলাল রাজ এর ছেলে খোকন মিয়া তার দলবল নিয়ে আমাদের উপর হামলা করে এতে ফটিক মিয়া,ফটিক মিয়ার ছেলে জামান মিয়া (৩০) ,হেলাল উদ্দিনের ছেলে সাগর, শ্যামল, হ্নদয় গুরুতর আহত হয়। আহতদের প্রথমে মার্সি ডিভাইন হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতির দেখে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে জামান মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ সময় বিএনপির যুবদল নেতা সুলতান মাহামুদ বলেন , তারা আমাদের দলের কেউ না। পারিবারিক কলহ থেকে ঝগড়ার সৃষ্টি হয়েছে।
দুইপক্ষের এই সংঘর্ষে কয়েক জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আপরাধীদের আইনের আওতায় আনার আহবান জানান তিনি।