
আবু রায়হান: গতকাল, ১১ই মার্চ (১০ই রমজান), গাজীপুর জেলা সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক গাজীপুরের সকল শিল্পীদের সম্মিলনে এক অনবদ্য ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলটি বিকাল ৩:৩০ থেকে শুরু হয়ে সাংস্কৃতিক পরিবেশনা, রমজানের তাৎপর্য ও ইসলামী সংস্কৃতির মাধ্যমে সামাজিক অবক্ষয় দমন নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের দাওয়াহ ও শিল্পকল্যাণ সম্পাদক রফিকুল হায়দার। গাজীপুরের শিল্পীদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট রকন উদ্দিন খান, সংসদের উপদেষ্টা ও সমাজসেবক সফি উদ্দিন, সাংস্কৃতিক পৃষ্ঠপোষক ডা. আক্তার হোসেন চঞ্চল।
প্রোগ্রামের সভাপতিত্ব করেন গাজীপুর সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি এ.আর. বিশ্বাস এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সংসদের সেক্রেটারি নকিবুল্লাহ গালিব। এছাড়া, প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আবদুর রশিদ ভাইয়ের নেতৃত্বে মনোমুগ্ধকর গান, কবিতা এবং নাটিকা পরিবেশিত হয়।