
আবু রায়হান:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১টায় গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, লাকি আক্তারকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তারা ২৪ ঘণ্টার মধ্যে তার গ্রেপ্তার না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল শুরু করে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘শাহবাগ নো মোর, ল তে লাকি, তুই হাসিনা তুই হাসিনা’ ইত্যাদি।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ‘পুলিশের ওপর হামলার প্রতিবাদ এবং লাকি আক্তারসহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল’ শীর্ষক কর্মসূচি ঘোষণা করেন।
শাহবাগে অবস্থান নিয়ে শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “২০১৩ সালে গণজাগরণ মঞ্চ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, এবং তারা আবার সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আমরা আর শাহবাগের উত্থান মেনে নেব না।”
তিনি আরো বলেন, “আজ তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করেছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চেয়েছে। জাতিসংঘের মহাসচিব আসার আগে এই সব বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মুখোশ উন্মোচন করা উচিত।”
মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ দাবি করেন, “লাকি আক্তারসহ পুলিশের ওপর হামলা করা সব ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তা না হলে আমরা আবার রাজপথে নামব।”
তিনি আবারও বলেন, “২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তার করা না হলে শাহবাগীরা আর বাংলাদেশে থাকবেনা, আমজনতা থাকবে।”
You cannot copy content of this page