
ফারুক আহমেদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার আয়োজনে আমশড়া জোরপুকুর বাজার জামে মসজিদে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন আমশড়া ২নং ওয়ার্ডের সভাপতি ও সলঙ্গা মহিলা মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ আব্দুল বারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানার সেক্রেটারি রাকিবুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন শাখার সভাপতি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ড. জহুরুল ইসলাম, সলঙ্গা থানা উলামায়ে মাশায়েখের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সলঙ্গা রিপোটার্স ইউনিটির সদস্য মোঃ ফারুক আহমেদ, ইউনিয়ন শাখার সহসভাপতি আলহাজ্ব সোলাইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ২নং ওয়ার্ডের সহসভাপতি ইসমাইল হোসেন, সেক্রেটারি রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাধাইনগর আদিবাসী কলেজের প্রভাষক আবুল হাসেম, প্রচার সম্পাদক আব্দুস সালাম, বায়তুলমাল সম্পাদক রাসেল আহমেদ। প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষা ও শান্তির ধর্ম ইসলামের পক্ষে কাজ করার জন্য সবাইকে অনুরোধ করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।
শেষে ২নং ওয়ার্ডের সভাপতি হাফেজ আব্দুল বারিক আবুল হাসেমকে সভাপতি ও রাসেল আহমেদকে সেক্রেটারি হিসেবে রেখে পূর্ণাঙ্গ আমশড়া জোরপুকুর বাজার কমিটির নাম ঘোষণা করেন।