
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার তালায় রিয়াজুল নামের এক সন্ত্রাসী ও ডাকাতকে ছাড়াতে যুবদলের একটি গ্রুপ তালা থানা ঘেরাও করেছে। এ ঘটনায় তালা থানার ওসি সহ সকল পুলিশ সদস্যের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রবিবার সন্ধ্যায় শেখের হাট বাজার থেকে একাধিক অভিযোগের ভিত্তিতে তালার জেয়ালা গ্রামের রিয়াজুল মোড়লকে গ্রেফতার করে পুলিশ।
রাত ৯টার দিকে যুবদলের নেতা সাইদুর রহমান, আজম, নাজমুল ও রহিমের নেতৃত্বে তাকে ছাড়ানোর উদ্দেশ্যে তালা থানা ঘেরাও করে। ওসি সহ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তাকে হুমকি প্রদান ও বল প্রয়োগের কারণে পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। একপর্যায়ে তালা সার্কেল পুলিশের নেতৃত্বে তাকে ডিবি হেফাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজুল দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত। বিশেষ করে ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি দিয়ে বড় অঙ্কের চাঁদা আদায় করার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালায় যুবদলের এক নেতা থানার সামনে এসে দেখে অনেক মানুষ জড়ো হয়েছে এবং সবাই চিল্লাচ্ছে। পরে জানতে পারলাম, একজনকে আটক করা হয়েছে এবং তাকে ছাড়াতে হবে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “রিয়াজুল ইসলামের নামে একাধিক অভিযোগ ছিল, তাই পুলিশের একটি টিম তাকে শেখেরহাট বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে ছাড়াতে যুবদলের নেতাকর্মীরা থানায় আসে। পরবর্তীতে রাত ৯টার দিকে দেড় থেকে দুইশত মানুষ থানার চারপাশে জড়ো হয়ে থানা অবরুদ্ধ করে ফেলে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং আসামি রিয়াজুলকে তালা সার্কেল স্যারের উপস্থিতিতে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।”
তিনি আরও বলেন, “আমার পুলিশ সদস্যরা অনেক আতঙ্কিত ছিল। আমি নিজেও ভয় পেয়েছিলাম।”