
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ পুলিশ সদস্যসহ ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২ জন পুলিশ কন্সটেবল এবং ১ জন নৌবাহিনীর সদস্য রয়েছে।
প্রবাসী ব্যবসায়ী জসিমউদ্দিন জানান, তিনি ও তার বন্ধুদের নিয়ে গত ২ বছর ধরে দুবাই থেকে মালামাল এনে ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার তারা দেশে ফেরার পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতরা তাদের আটক করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরে ৩ ডাকাত সদস্য মিরপুর ক্যান্টনমেন্ট থেকে এবং ২ জন রূপগঞ্জের পূর্বাচল থেকে গ্রেপ্তার হয়। উদ্ধার করা হয় সোনালংকার, মোবাইল ফোন, ল্যাপটপ, সিগারেট, প্রসাধনীসহ অন্যান্য মালামাল। পুলিশের ব্যবহৃত গাড়ি ও অপরাধে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বাকি ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।