
একেএম, রুহুল আমীন স্বপন: “মানুষের পাশে, পরিবর্তনের আশায়” – এই শ্লোগানকে ধারণ করে বন্ধু সামাজিক সংস্থা, খিলক্ষেতের রোড-০৩, নিকুঞ্জ-০২ এলাকায় এক বিশেষ ইফতারের আয়োজন করে। সংস্থার তরুণ সদস্যরা অসহায় ও দুস্থ মানুষের জন্য এই ইফতার আয়োজন করে, যেখানে কোনও প্রধান অতিথি বা বিশেষ অতিথি ছিল না। আয়োজনটি শুধু ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য ছিল, এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্ররা এবং পথচারী রিকশা চালকরা।