
রনি আহম্মেদ: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় নুর ম্যানসন মার্কেটের টিনশেড গলিতে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৫ টি দোকানসহ পুড়ে ছাই হয়ে গেছে দুটি বসতঘর। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আলম জানান, বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে ভুলতা এলাকায় নুর ম্যানসন মার্কেটের টিনশেড গলির বাচ্চু মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন ফার্নিচার মার্কেটের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আড়াইহাজার ও কাঞ্চন ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততোক্ষণে ফার্নিসার, ভাঙ্গারী, এ্যালমোনিয়ামের দোকানসহ দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে, এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।