
বি এম আশিক :
সময়ের সাথে সাথে যুগের বিবর্তন ঘটেছে। পরিবর্ত ঘটেছে মানুষের জীবনমান উন্নয়নে। মানুষ চাইলেই ঘরে বসে সবকিছুই হাতের নাগালে পেয়ে যায়, এর অন্যতম কারণ অনলাইন শপিং প্লাটফর্ম। অনলাইনে ক্যাটালগ দেখে মানুষ পছন্দ মত পণ্য ক্রয় করে থাকে। ঠিক তেমনি এক যুগ উপযোগী অনলাইন শপিংয়ের ওয়েবসাইট রাসানাসা মুহূর্তেই এক ক্লিকে [www.rasanasa.com] দেখতে পাবেন গ্রাহকের মনের মত ইলেক্ট্রনিকস পণ্য সামগ্রী সহ সকল ধরনের পণ্য এবং বিশেষ মূল্য ছাড়ের এসব পণ্য অর্ডার করলে গ্রাহকের হাতের নাগালে ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেয়া হবে। দৈনন্দিন জীবনে আপনি যেসব ইলেকট্রনিক মেশিনারিজ, বস্ত্র, পোশাক,পানির ফিল্টার,বিভিন্ন কসমেটিকস ব্যবহার করে থাকেন এইসব মেশিনারির, বস্ত্র, কসমেটিকস সহ বিভিন্ন ধরনের আইটেম www.rasanasa.com এ সার্চ দিয়ে ক্যাটালগ দেখে গ্রাহকের মনের মত গুণগত মানের পণ্য ক্রয় করতে পারবে। এর জন্যেই গ্রাহকদের মতে অনলাইন শপিংয়ের নতুন অগ্রযাত্রা বাহক রাসানাসা।