
মতিন তালুকদার:বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী আলহাজ্ব শামসুল আলম তোতা তালুকদার,আজ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তোতা তালুকদার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন দশসিকা গ্রামের সদা হাস্যজ্জ্বল একজন মানুষ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু গোটা দেশবাসীর জন্য এক গভীর শোকের সংবাদ বয়ে এনেছে।
মরহুমের প্রথম জানাজা আজ বিকেলে, ঢাকার কাঁটাবনস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। পরে, আগামীকাল বাদ যোহর তার দ্বিতীয় জানাজা দশসিকা গ্রামে অনুষ্ঠিত হবে এবং সেখানে তাদের তৈরি কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মরহুম আলহাজ্ব শামসুল আলম তোতা তালুকদারের পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে, তার আত্মার শান্তি কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।