
শাহিন বিশ্বাস: সাতক্ষীরার তালা উপজেলার তিনটি ইউনিয়নের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) বিকেল ৩টায় দলুয়া হাইস্কুল মাঠে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় খলিষখালী ইউনিয়নে ১৮০ জন, খেশরা ইউনিয়নে ৪৩০ জন এবং নগরঘাটা ইউনিয়নে ৫৫১ জন—মোট ১১৬৭ জন উপকারভোগীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বক্তৃতায় বলেন, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথির বক্তৃতা রাখেন, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জোশেফ মন্ডল, মিল কর্মকর্তা কানিজ ফাতেমা, সুনন্দা ভদ্র, ম্যানেজার আশসাফুল ইসলাম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি শাহিন আলম, সমাজসেবক মেহেদী হাসান, প্রমুখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রমে সহায়তা করেন।
এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে এবং মুক্তি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।